মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

রহিত ঘোষাল





রহিত ঘোষাল * দুটি কবিতা 







ধুলো ঝড়ের  উপকথা

এই বিভীষিকা সময়, অনিশ্চয়তার পরতে পরতে 

জড়িয়ে আছে সব খন্ড স্বপ্ন,

তবে কোনো পাহাড় কখনো ভেসে ওঠেনি চোখের সামনে।

কাঁটা ঝোপ আর মরুভূমি খেয়ে,উত্তপ্ত বালির 

উপর দিয়ে হেঁটে গেছি 

এই দারুন অমানসিক সময়।

না কোনো মানুষ নয় শিকারি পাখির চোখে 

আমি প্রাচীন ভাস্কর্য হয়ে ধুলো ঝড়ের মধ্যে 

অর্ধেক শরীর নিয়ে জেগে আছি।

এই টাপুর পরে যে লবণাক্ত মৃত সমুদ্রের সলিল সমাধি 

সেখানেই কয়েক লক্ষ কোটি বছর আগে 

এক গ্রহাণুপুঞ্জের আঘাতেই আমার অস্তিত্বের অবতারণা।

বেদুইনরা দফ বাজিয়েছে আমার পাদদেশে আগুন জ্বালিয়ে,

তাদের রুক্ষ ঠোঁটের থেকে জন্ম নিয়েছে

এক একটা পরিযায়ী রজনীর লোকগিতী।।













রসের হাঁড়ি

এইসব রাস্তায় আমাদেরও বেড়াবার কথা ছিল।

তাই সরীসৃপ হয়ে বুকে হেঁটে ফিরে যাই,

চেনা সব চিহ্নে-কোলন-হাইফেন-অন্তর্দৃষ্টিতে।

পহেলা ফাল্গুনের কথা চোরাই পথে

তোমার জানালা দিয়ে নিবিড়ে আমার

রাজ্যে রসের হাড়ি হয়ে যায়।।



******************************************************************




রহিত ঘোষা

জন্ম ১৯৯০এ দক্ষিণ কলকাতায়,কবিতা লেখার পাশাপাশি কাজ করেছেন গীতিকার হিসেবে বাংলা ব্যান্ড,চলচ্চিত্র এবং তথ্যচিত্রে। অভিনয় করেছেন মঞ্চ নাটকে ও অন্তরঙ্গ নাটকে।বর্তমানে পেশাগতভাবে ব্যবসায়ী।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন