সোমবার, ২ অক্টোবর, ২০২৩

মলয় সরকার



 


মলয় সরকার * দু'টি কবিতা







ছায়াবৃতা

আধখানা মুখ বোরখা ঢেকে আধখানা মুখ বাইরে রাখো।

হয়ত মনে লাগছে চেনা কিংবা হারাও দূর অচেনায়।

নিকষ কালো গোপন ছায়া এসব কিছুই তোমার প্রিয়,

আসল কথা সত্যিটাতেই তোমার দেখি  ভীষণ ভীতি।

আলোক যখন জ্যোতির্ময়, কীর্ণ করে আঁধার সব-

তুমি তখন পালিয়ে বেড়াও খুঁজতে থাক অন্ধ গলি।

এবার তোমায় ছাড়ব না তো, আনব টেনে বহির্লোকে-

সত্যি তোমার কি পরিচয়, জানুক সবাই দেখুক লোকে।













টিয়েপাখী

আমার বুকের খাঁচাখানা খুলে

হা হা করে উড়ে গেল রঙিন টিয়েপাখী।

চেষ্টা করেছিলাম অনেক -

ফিরল না।

অসংখ্য গোলাপের আর সূর্যমুখীর দল

বিজ্ঞের মত ঘাড় নেড়ে

অনেক জ্ঞানের কথা শোনাল-

আমার চারিদিকে তখন

রাজস্থানের ধূ ধূ মরুভূমি।

উথাল পাথাল বাতাসভরা সন্ধ্যায়

অসংখ্য তারা জ্বলেও 

আলো দিতে অক্ষম,

মাঘের শিশিরে মুখ রেখেছি শীতল হতে-

মনে হল, এর চেয়ে শান্ত, বরফ-শীতল

মৃত্যুই বুঝি সুখকর।


**********************************************************************************************



মলয় সরকার

গ্রন্থ যদিও প্রকাশিত হয় নি,লেখালিখি বহুদিন -বিভিন্ন পত্রপত্রিকায়, কবিতা, গল্প ভ্রমণ বিষয়ক লেখা।নানা সমাজকল্যাণ মূলক ও শিক্ষামূলক কাজে যুক্ত।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন