ছোটন গুপ্ত *দু'টি কবিতা
ভালোবাসবি
বাসতে ভালো আকাশকে দ্যাখ নীলসীমানায়,
প্রেমিক রে তোর একগুঁয়েমি চলবে না আর ।
ভরসা রাখিস আঁধার শেষের আলোয় ছায়ায়
মান অভিমান জমাস না কেউ, হাসবি আবার ।
প্রেমিকা তোর গনগনে আঁচ একটু কমুক
শান্তি চাওয়া খুব বেশি নয়, মানবি তো ঠিক ।
ভালোবাসার সাতসুরে গান এখন চলুক
আগুন যদি মনকে পোড়ায়, ছাই সবদিক ।
অনুভবের পঙক্তি কয়েক রাখবি মনে,
আলোর পাখির গান শুনে যাস দু'জন এসে ।
দেখবি সবুজ গাছ ছায়া রোদ ভোর গগনে
মেঘের ভেলায় আলোর খেলায় বাঁচবি হেসে ।
গ্রীষ্ম বর্ষা শরৎ শীতে ফারাক থাকেই,
বাগানে যে লকলকে গাছ, যত্নে রাখিস ।
মেঘলা আকাশ আসতে পারে ব্যস্ত বাঁকেই
মুছবি কালো বাসবি ভালো আলোয় থাকিস ।
ছুটির কবিতা
আজকে থাক, যাক ঘুমাক, প্রতিশ্রুতির ছুটি,
বাঁধতে মানা রাতবিরেতে খোলাখাতায় খুঁটি ;
ইচ্ছে কিসের মিথ্যে দিশের সত্যের অপলাপে–
দিন কেটে যায় অপেক্ষাতে, রাত্রি জাগা পাপে ।
ভোর হলে তোর অচল কথায় আলোর প্রলেপ নামে,
ভাঁজ ঢেকে আজ যেদিক যা কাজ ফিরিস শূন্য ধামে ।
সেই যেখানে গল্পে গানে সবুজ বাগান জুড়ে
পাখির ডাকে আলোর ফাঁকে গাছের ছায়া খুঁড়ে–
শেকড় খোঁজে জলের ধারা, শেকড় দু'চোখ বোজে,
কবিতারা পায় সাহারা কলম যে সব বোঝে ;
কলম কালির চোখের বালি আখর খালি জানে,
এক পৃথিবীর স্বপ্ন হারায় নিত্য অসম্মানে !
আর যা কিছু আর যা বলার বলতে মানা জানি,
ঘুম না এলে বিছনা ফেলে আঁধার বাবুয়ানি ।
এমনি করেই যায় যদি দিন যায় যদি রাত যাবে,
তারপরে কী, তারপরে তো সকাল আলো পাবে ।
আলোর পথিক খুঁজতে আলো কোথায় যাবে বলো,
সেই গানটাই হয়নি গাওয়া ইচ্ছে হলেই চলো ।
একদিন ঠিক জানবে পথিক হৃদয় কাটাছেঁড়া,
অনিচ্ছেদের বারদুয়োরে থাক নিষেধের বেড়া ।
***********************************************************************************************************
ছোটন গুপ্ত। পোশাকি নাম-প্রবীর দাশগুপ্ত হলেও কবিতা লেখেন মূলতঃ ছোটন নামে। জন্ম ১৯৬৪ সালের ডিসেম্বরে। পেশায় উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অর্থনীতির শিক্ষকের ভালোবাসার জগৎ কবিতা। এ পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থ সংখ্যা ছয়টি। 'আগুন বৃষ্টি ভালোবাসা', 'ফিনিক্স আয়', 'দহনকালের কবিতা', 'নীরবতার শব্দমালা' 'অশোক লিপি' এবং 'ছেঁড়া স্বপ্ন অথবা' । সমাজ নিরপেক্ষতা বলে কিছু হয় বলে কবি মানতে চান না। তাই লেখায় ফুটে ওঠে সমাজের সমূহ অসঙ্গতি। খেটে খাওয়া মানুষের মুক্তির স্বপ্ন জাগিয়ে রাখে কবিকে।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন