স্বপ্নদীপ রায় * দু'টি কবিতা
যত্তোসব!
একটা ক্যাপসিকামে জড়িয়ে গিয়েছিল তোমার চুল,
আমি ঘ্রাণে তোমাকে চিনে ফেলেছি !
হাতে চপার তুলে ড্যাশবোর্ডটার উপর মুহূর্তে ফালাফালা
করে দিলে সবুজায়ন!
অশ্বথ বট শিমূল মহুয়া---
থরে থরে শুয়ে পড়ল আমার আঁজলায় সবুজ গ্রাম_
এবার চিলিচিকেন!
একটু জল একটু তেল অনেকটা
আধুনিক লাল লাল সভ্যতা--
সভ্যতা!
তোমাকে আমি হাড়ে হাড়ে চিনেছি!
আমার বোনলেস সাপার
লেস সুগার লেস স্পাইস!
ও হো!তুমি বেল পেপার দিতে আবার ভুলে গেলে--
যত্তো সব অ্যান্টিক্রায়েস্ট!
হ্যারিকেন
হ্যারিকেন নিভে গেছে
সারারাত যে মাছিটা আলোর চারপাশে ঘুরপাক খেলো
কিছু পাওয়ার আশায়
সে এখন ঝিমিয়ে পড়েছে হ্যারিকেনের নীচে
হয়তো বেঁচে নেই--বা থাকলেও,পরবর্তী উড্ডয়নের প্রাকমুহূর্ত
পর্যন্ত 'মৃত 'শব্দটাই তার সূচক দলিল --
হ্যারিকেনটা আর জ্বলছে না।
বাইরে ভোরের আলো।
বিছানায় মোচড়ানো চাদর।দুদিকে দুই জনপদে তুমি আমি।
কেরোসিন অনেককাল ঘরে ঢোকেনি।
আগুন মানেই তো বিপদ্!
এখন সবই LED
নেভা বলতে সেই ফুরিয়ে যাওয়া অর্থাৎ চার্জ শেষ!
তবু ভোর হল--দোর খুলবে কে?
ঘুমাচ্ছে খুকুমণি--
ঘুমাচ্ছে পা'য়ের তলায় রাকা--
নিঃশ্বাস চেপে ধকধক করছে সূর্যটা--
প্রথম ভোর!
আলোতে আলোতে
ধুলোতে বায়ুতে অণুতে
ছারখার ! ছারখার !!
*******************************************************************************************************



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন