নীলিমা সাহা * তিনটি কবিতা
অশ্রু
অশ্রু এক নীরব আত্মকথা
বন্ধ ঘরে গোপন বয়ন
দরজা খুলতেই ভিন্ন নবিশী
জলের পয়ারেই ফুল্ল চয়ন
ক্ষমতা
ক্ষমতা,জেনো ব্যবহারেই তোমার পরিচয়
দেখো,পায়ের দু-পাতা জড়ো হতেই
ধুলো না হেসে ওঠে
সিঁড়ি ভাঙতে ভাঙতে ছাদে যে উঠেছ,তা
গতকাল যেমন সত্য ছিল,তেমনই
অসত্য না হয়ে যায় সুদূরের আগামী
মনে রেখো, ব্যবহারেই তোমার
যাত্রাফেরি
মা
মা,আজও তুমি পাথুরে-প্রতিমা
কোনো জানালাই জানল না
বিষণ্ণ দালানের নির্বাক আঁধার আগলে
তুমি ডাক দাও নিবিড় প্রবোধে
চিরবৃষ্টির বারান্দায় তুমি যে আজও
তাড়িত দুঃখ, অন্তহীন সহন-বহনেই
তোমার যাপন-বিলাশ ,অথচ সৃষ্টির অঙ্কুরে
নির্মোহ মাতৃত্বে কত ক্ষুধার নিবৃত্তি তুমি
তবু জেনো কালের কহ্নারে ওই যে
মহেঞ্জাদড়োর প্রত্নপত্র,সেই নিবিড়
ইতিহাসেও তুমিই তো শুরু ও শেষের কবিতা
আমার আশ্চর্য পাথুরে মা
****************************************************************
পরিচিতি--শিক্ষা--এম.এ.(বাংলা সাহিত্য, প্রচীন ভারতের ইতিহাস ও সংস্কৃতি);বি.এড. বসবাস--কলকাতা, কেষ্টপুর(পূর্বে---বহরমপুর) নেশা--লেখালিখি,সেতার বাদন পেশা--শিক্ষিকা(প্রাক্তন) প্রথম কাব্যগ্রন্থ--পাথরে মুদ্রিত জলছাপ, শেষ কাব্যগ্রন্থ-তানপুরা ও পিলসুজ রমণী পত্রিকা প্রকাশক ও সম্পাদন--নিনি





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন