সোমবার, ২ অক্টোবর, ২০২৩

রাজেশ গঙ্গোপাধ্যায়





রাজেশ গঙ্গোপাধ্যায় * দু'টি কবিতা









আপেক্ষিক 

যে মনোযোগ দিয়ে তোমাকে দেখছিলাম

তার চেয়েও বেশী মনোযোগ দিয়ে তুমি 

দেখছিলে অন্যদৃশ্য


যে দৃশ্য ভেঙে যাবে কিছুক্ষণ পর

তারপর…


এদিকে তাকাতেও পারো, নাও পারো

দৃষ্টিরেখা যতদূর  লীন হয়ে যায়, 

ততদূর পরিধি না…

তাকালে, তোমার চোখে কি খুঁজব, এই 

দ্বিধাভারে চোখ নামিয়ে নিয়েছি


তুমি কি ভেবেছো বা ভাবতে পারো – 

প্রয়োজনীয় নয়

গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এ চেতনা থেকে 

মুক্তিবেগ


গূঢ় আভাসের অতলে হারিয়ে যাওয়াই 

মোক্ষ হয়ে

ভাসায় অস্থিতি, ভেসে যেতে যেতে 

দেখা যায় আরেকটি দৃশ্য ঘনাচ্ছে


তোমাকে আচ্ছন্ন করবে বলে…









সংক্রান্ত 

নিজেরই আকাঙ্খা থেকে নিজেকে সরিয়ে নিলে

যে লোকটা অবতীর্ন হয়, সে নীল ঢেউয়ের 

ওপর স্বগত সারেং।


অবতলে প্লবতার মাপ নির্মোহে চলে যেতে যেতে 

পড়ে থাকে...পুনর্বার ফিরে আসতে চায় 

স্মৃতি হয়ে

কে দায় নেওয়ার ছিল, কে দৌবারিক, কোন 

অনুক্তে রয়ে গেল অবশেষ মায়ার কাহন


এসব মামুলি নিয়ে দাউদাউ…অলক্ষ্য 

বাঁশিতে রণিত পৌর্ণমাসী, সায়াহ্ন 

সমীরে


ছায়া ও আলোর মধ্যে প্রকৃতপক্ষে কোন 

রেষারেষি নেই


বুঝতে গিয়ে ফুরিয়ে আসে এক 

জন্ম...একা জন্মে নির্নিমেষ আহুতির 

চর!



************************************************************************************************



রাজেশ গঙ্গোপাধ্যায়

 রাজেশ গঙ্গোপাধ্যায় 'কবি' পরিচয়ে চরম অস্বস্তি বোধ করা একজন। কবিতার সঙ্গে রয়েছেন দীর্ঘকাল। অশেষ পাঠক সত্তার পাত্রটিতে কখন যে অধক্ষেপ হিসেবে জমা হয়ে উঠেছে কিছু শব্দ, শব্দবন্ধ, বাক্য...আর সেসব ছাপার অক্ষরে প্রকাশিতও হয়েছে 'দেশ', 'কৃত্তিবাস', 'ভাষাবন্ধন', 'ভাষানগর', 'পরবাস', 'বাংলালাইভ.কম', 'নবকল্লোল', 'বম্বেduck' প্রভৃতি এবং আরো বেশ কিছু পত্রিকায়...তখন কবিতার প্রতি আরও ঝুঁকে এসেছেন। একাকী মুহূর্তগুলোয় রণিত হয়েছে তাঁর ইশ্বরের অমোঘ পংক্তি -"শুধু দশটা মিনিট ভালোভাবে বাঁচব বলে পুরোটা শতাব্দী কত কষ্ট করে বেঁচে রইলাম"..


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন