সোমবার, ২ অক্টোবর, ২০২৩

গুচ্ছ কবিতা * শ্রীদাম কুমার





কবিতাগুচ্ছ * শ্রীদাম কুমার








ছায়াগাছ 

 ১.

চায়ের চাষে ঢালু জমি চাই

চাই এক একখান  ছায়াগাছ--

রোদের আঁচ থেকে  চারাদের বাঁচাতে..


ছায়ার লালন ছায়ার যতন

তবেই তো বদন-চিকন সুখ মুখশ্রী


ছায়ারই পালনে মোড়া আগাগোড়া

নিশ্চিন্তের ঘেরাটোপে বেড়ে ওঠো ছায়াস্পর্শী হয়ে 

স্পর্ধায় স্পর্ধায় কাঁপুক দিগন্ত

শিহরিত হোক সূক্ষ্ম সূক্ষ্ম বিভাজন রেখাগুলি


তুমুল বর্ষণ অথৈ, বর্ষণ চাই ,ভেসে যাক চারপাশ --

না, দাঁড়াবে না জল কোথাও একটুও

পচে যেতে পারে গাছের গোড়া শিকড়সুদ্ধু

     

২.

এমনধারা অন্যচাষে নয় কখনোই ---

স্বাধীন চারার বেড়ে ওঠাতেও  তা চলে না

পোড় খাওয়ারা একথা বলেছেন নানা সময়ে...


যে চারা স্বাধীন বৃক্ষের সম্ভাবনায় পাতা মেলতে চায়

ছায়ার আড়াল তাকে ছিঁড়তেই হবে ।


কবিরাও কেন আজ বৃক্ষছায়ার কাঙাল

মেরুদণ্ড ঝুঁকিয়ে....


ছায়া ছায়া ছায়া ! ছায়ার মায়ায় নাচন হে চারদিকে

ছায়ার ক্ষুধা গিলে নেয়  দুনিয়া ঝাঁপতালে

ঝাঁপ ফেলে ।












হুংকার 

গাছে কাঁঠাল গোঁফে তেল

পুলক তাদের ছোটে -- গোঁফ খেজুরে


তাড়ির হাঁড়ি ঝোলে গাছে

গাছতলে বসে বসে সকার-বকার দক্ষিণা লোটে 

ছায়ার মোহ বিষম মোহ  -----  কে জানে কেমন?


রঙিন আলখাল্লাইয়া জোকার  মঞ্চ কাঁপাবে

হুংকারে  বুঝি, দিগন্ত ফেটে যায় ....


চেলাচামুণ্ডা সব নৃমুণ্ডমালিনী  নৃত্যে মেতেছে

করাল বদন জিহ্বা লকলকে

শিরশ্ছেদন হবে কার কার..


খড়্গ ছুঁড়ে  ছুঁড়ে মারতে চায় 

 গুরুব্রহ্মশাপে খাণ্ডবদাহন হবে কোথায় কোথায়


 পিপীলিকার গর্তের বুঝি পড়ল আকাল দেশে...?

 


স্তাবকতা 

টেবিলগুলি ঢাকা পড়েছে রঙিন কাপড়ে

সেজে উঠেছে বিয়ের কনের সাজে

কাঁখে কলসির মত দাঁড়িয়ে ফুলদানি, ভরা পুষ্পস্তবকে

স্তবকে স্তবকে মালায় ছয়লাপ....


তোমার গরবে গরবিনী সুর বাজে হাওয়ায়

চারদিকে অজস্র স্তাবকতা ভেসে আসে..

একটি দুটি স্তাবক কী তবুও 'কম পড়িল' ?



বাদল বোঙ্গা 

বোঙ্গাবাড়ির পথে পথে ,

আর যত  চৌরাস্তার মোড়ে ,

ছত্রখান হয়ে ফেরে

বোঙ্গার সন্ধানে ----- 

তোমার ঘ্যাঁঙাসুর ব্যাঙবাহিনী । 


তুমিই বোঙ্গা তুমিই মধ্যমণি

তোমার পায়ে যখন

 সবাইকে করিয়েছো নতজানু 

উঠিয়ে নেবে হিসাব মত হরবোলা ---


মত্ত দাদুরি বোল

এসো বোঙ্গা , এসো ....


************************************************************************************************



শ্রীদাম কুমার  

জন্ম : ২৪ এপ্রিল ১৯৭৩  ভাড্ডি গ্রাম,গড়জয়পুর,পুরুলিয়া। একান্নবর্তী পরিবারে জন্ম , বেড়ে ওঠা ।অন্তর্মুখীন স্বভাবের,প্রচারবিমুখ। কবিতার পাশাপাশি গদ্যেও সাবলীল । 'মাদৈল', অরন্ধন, রঙিন ক্যানভাস, 'কবিতা আশ্রম'-এর মত ওয়েব ম্যাগাজিনে মাঝে মধ্যেই কবিতা প্রকাশিত হয়ে থাকে।'এবং কথা'-র মত ধ্রুপদী মানের মুদ্রিত পত্রিকাতেও লেখা বের হয়েছে।'কবিতার আকন্দ' নামে একটি সাময়িকী সম্পাদনা করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন