কবিতাগুচ্ছ * উদয় ভানু চক্রবর্তী
দুঃখী মেয়ে
Walks thruogh she the lonely
beach..clumsily holding her attire..
Steps reluctantly into another island of
quicksand..
Disappears she sobbing..
Disappears she every desolate night..!
সে যেন কোনো দুঃখী নায়িকা, ভালোবাসা তার
সুদূর শঙ্খচিল-
খেজুর পাতার মতো লাজুক,
ঝাউয়ের মতো তার দীর্ঘশ্বাস,
পায়ে জড়ানো ঝরাপাতার নূপুর, মৃতগ্রহের
বেদনাহত কান্না যেন-
শরীর মন্থনে আছে সুখ,
তবু মেঘের গায়ে সামান্য তৃপ্তি খুঁজে নেয় সে...
বাঁশির ব্যথায় নীরবে হেঁটে রোজ রাতে ফিরে যায়
চোরাবালির কাছে-
অথচ প্রতিবারই পৌঁছে যায় সে আরেক নির্জন
দ্বীপে!
ঝরা পাতার গল্প
I cry out in loud despair..
Am I worried in this ruined deafening
silence..
Isn't there any scope at all in the nomadic
illusion..faintest of glitter..ever?
এই যে বহুদিন পর তুমি এলে,
আমি ভালবাসা আর বন্ধুত্বের ধ্বংসস্তূপের মধ্যে বসে
ভাবছিলাম এবার হয়তো খুলে যাবে জানালা,
আলো জ্বলবে-
ছিঁড়েখুঁড়ে যাবে অন্ধ সময়-
চুইংগাম চিবোতে চিবোতে ভাবছিলাম ফেলে আসা
নিঃসঙ্গতার কথা, কুয়াশা ঢাকা শ্যামল পাহাড়,
আকাশের বিস্ময়কর আভা,
শহরের ব্যর্থ নিকাশি-
অথচ কই সাড়া দিলে না তো তুমি,
আর এই কৌতূহল.. অসহ্য উদ্বেগ আমার...!
বিষণ্ণ সেতার
The fragrance flows by..
The strings sing your secret symphony..
Melancholy casts its saga of shadow relentlessly..
Pensive star looks on and on from up the despondent sky..!
আসলে এই যে নিজস্ব বকুল- হাওয়ার গভীরে
সুগন্ধ রেখে দেয়, যাও মেঘ যাও সে ভূমন্ডল
সজ্জিত বনষ্পতির ধারে,
তার গানের স্বরলিপি বাজাও তোমার বিষন্ন
সেতারে।
শুধু জেনো - ঝড়ে দুমড়ে যাওয়া এই গমক্ষেত,
করুণ আকাশ,বাদামী চন্দ্রোদয়,
এই যে নির্জন ব্যথার সুর,
বিমূঢ় চরাচর জুড়ে নৈসর্গিক ছায়া,
অথচ এরা কেউ তোমার নয়,
কেউ নয়...!
আকর্ষণ
The strings of imagination thread me near
you...all the metaphors sprinkle down
from nomadic sky..
Stingy darkness looks disdainfully..
Mad wind whispers..is it possible..is it?
মনে কর এভাবেই লাল মাটির পথ ধরে সিঁথির
সীমানায় পৌছে গেল একত্রিত ইচ্ছেরা-
খামে মোড়া দুটো সবুজ বটপাতা হাতে,
সরে যেওনা তুমি ভ্রমে-
অথবা তীব্র আকর্ষণের আঁচে কর্পূরের মতো
উবে যেও না...
এই যে অপরূপ নিসর্গ কত রঙীন বাহার
ঢেলেছে- সেজেছে হিমপাহাড় কুয়াশার বিনিময়ে,
গাইছে পরবাসীরা দূরে বহুদূরে...
একদিন সার্বজনীন না হয়ে আমার জন্যই চাঁদ
সেজে এলে না হয়,
অগুনতি ক্ষতর গায়ে একটু হাত বুলিয়ে দিলে-
একটা সন্ধ্যে একদিন না হয় ছুঁয়ে রইলে শুধু
আমাকেই...!
***********************************************************************************************************



অসাধারণ লাগলো সবক'টি লেখা। একরাশ মুগ্ধতা।
উত্তরমুছুনআন্তরিক শুভেচ্ছা নেবেন।
মুছুন