******************************************************
সম্পাদকীয়
স্বরবর্ণ * পনেরো * শারদীয় ১৪৩০
১৭ আশ্বিন ১৪৩০ * ৫ অক্টোবর ২০২৩
********************************************************
শরৎ, তুমি এসেছ!... দুয়ারে থাক কাশগুচ্ছ, শিউলি ফুলের মালা...ও মালতী ফুল, ভোরের শান্ত হিমকণা, শুভ্র মেঘের পেঁজা তুলো, ঝিরিঝিরি বৃষ্টি , ও 'নীল আকাশের নীরব কথা', স্নিগ্ধ শ্বেতশতদল...তোমরা সবাই একটু দাঁড়াও ...আমি যে তোমাদের কাউকেই দেখতে পাচ্ছি না...আমার দৃষ্টি আড়াল করে পর্বতপ্রমাণ এক বিষাক্ত কীট, যার চোখে জিঘাংসা জিহ্বায় লোভ, লালসা আর রিরংসার মুর্হুমুহ অগ্ন্যদগীরণ... ছড়াচ্ছে... ছড়িয়ে যাচ্ছে...হিমালয় থেকে কন্যাকুমারী...আরব সাগর থেকে বঙ্গোপসাগর...কত দিন হয়ে গেল, বছর ঘুরে আবারও বছর এল, আমি গান্ধী মূর্তির পাদদেশে...আমার চাকরি চুরি গেছে ...ওএমআরশিটে ব্যাপক জালিয়াতি.... কারচুপি প্রশ্নপত্রে...চোখের কত ভেতরে নেমেছে অশ্রুধারা... দেখতে পাই না ভাল করে...কর্ণিয়ায় লেপটে রক্তাক্ত মণিপুর ...যাদবপুরের স্বপ্নদীপ? সে-ও তো আমিই...স্বপ্ন হারিয়ে এখন মেঘের দেশে... হস্টেলের করিডোরে তোমরা যতই বসাও সিসি ক্যামেরা... ইসরোকে ডেকে আনো পাহারায়...আমাকে কোথায় পাবে তুমি..!
ও শরৎ, তবু অত ডাকছ কেন, পা ব্যথা করছে!... বলোতো 'যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে' এখন আমি কী করে শুনি...সিট....সিবিআই... সিআইডি...ইডি...হাই কোর্ট...সুপ্রিম কোর্ট... রক্ষাকবচ কৃষ্ণেন্দু, ভ্রাতুষ্পুত্র...হুঙ্কার পাল্টা হুঙ্কারে...লুট গণতন্ত্র... আর ঠিক এইখানে, আমার মনে পড়ছে তরুণ কবি শুভ্রনীল-এর একটি কবিতা...একটু শোনো... কবিতার নাম---- ৮/৪ গণতন্ত্র
" ৮/৪ এর একটা কাঠের বাক্স
ওপরে কিছু উল্কি কাটা, হায়ারোগ্লিফিক ডিজাইন
২০০০ বছর ধরে এভাবেই শুয়ে আছি
সঙ্গী কিছু আতর,পুরনো কাঠ-গয়না
না আমি জীবনানন্দের বনলতা নই,
তারও উপক্রম ছিল প্রেমের
আমার মত কাঠ পুতুল নয় সে,
আমাকে লোকে দেখতে আসছে রোজ
কিন্তু আমি কাউকে দেখতে পাইনা, চেষ্টা করেও পারিনা
মৃত্যুর পরও শান্তি দেয়নি ওরা আমায়—
কাঠ পুতুল বানিয়ে রেখেছে হাজার হাজার বছর ধরে ,
ভুল ভাবছো আমি মমি না ,
তোমাদের রোজকার গণতন্ত্র '
( কবিতা--' ৮/৪ গণতন্ত্র ', শুভ্রনীল চক্রবর্তী)
আর একটু দাঁড়াও...সারা পৃথিবী জানে...তবু, তোমায় চুপি চুপি বলি...পাছে স্বপ্নদীপেরা... চাকরিপ্রার্থীরা কি পঞ্চায়েত ভোটের বলি অর্ধ শতাধিক মানুষেরা শুনে ফেলে...জনোতো, পৃথিবীর প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু ছুঁয়েছে আমার দেশ...চন্দ্রযান ৩ মাথা রেখে ঘুমোচ্ছে হিম ঠান্ডা জ্যোৎস্নায়...।
আর, এই মুহূর্তে পৃথিবীর মাধ্যাকর্ষণের মায়া কাটিয়ে আদিত্য এল ওয়ান ছুটে চলেছে সূর্যের দেশে...
ছুটুক...তুমি আর একটু দাঁড়াও...কতক্ষণই বা থাকবে.. কত তাড়াতাড়িই না মিলিয়ে যাবে হেমন্তের কুয়াশায়... খুব ইচ্ছে করছে তোমাকে একবার শোনাই... স্বরবর্ণ-এর এবারকার পূজাউচ্চারণ...এই নাও, কারা কী লিখেছেন, একটু পড় ---- স্বরবর্ণ * ১৫ শারদীয় ১৪৩০ / যাঁদের লেখায় ভাষা পেল.... এবার, পৃষ্ঠা উল্টাও একে একে....
***************************"*******************************************************"************************
******************************************************************************************************



সম সময়ের যন্ত্রনার দিনলিপিকে ছুঁয়ে স্পাদকীয় অভিনব হয়ে উঠেছে ৷ কবিতার বিভায় প্রানময় অন্তরস্পর্শী ....
উত্তরমুছুন